Rohosyamoyi Princess Agents | রহস্যময়ী
The popular Chinese series ‘Rohosyamoyi Princess Agents’ is based on the story of the rise and fall of the Wei Empire in ancient China. The story of the series progresses with the three noble families Wei, Yuen and Zhao. Joined by the Yan family of Northern Yan and some military intelligence agencies. To prevent the provincial governors from rebelling, the Wei Emperor took the sons of each of the provincial governors to himself.
As the story goes, Prince Yan, the son of Yan Shicheng, the ruler of Northern Yan known as Marquis Dingbei, grew up close to the Shun Emperor. The story features two descendants of the Yuen family. Yuen Yue and Yuen Huay. While Yuen Yue is very slow, honest and gentle-minded, Yuen Huaye is quite cruel and fickle. He wants to get Yuen Yue out of the way anyway. This is how the story continues.
প্রাচীন চীনের ওয়েই সাম্রাজ্যের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বহুল আলোচিত চাইনিজ ধারাবাহিক ‘প্রিন্সেস এজেন্টস’। তিনটি অভিজাত বংশ ওয়েই, ইউয়েন আর ঝাওদের নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকের গল্প। সঙ্গে যুক্ত হয় উত্তর ইয়ানের ইয়ান পরিবার এবং কয়েকটি সামরিক গোয়েন্দা সংস্থা। প্রাদেশিক শাসনকর্তারা যেন বিদ্রোহ করতে না পারে, সেজন্য ওয়েই সম্রাট সব প্রাদেশিক শাসনকর্তাদের একজন করে ছেলেকে নিজের কাছে এনে রাখেন।
গল্পে দেখা যায়, মার্কুইস ডিংবেই নামে পরিচিত উত্তর ইয়ানের শাসনকর্তা ইয়ান শিচেংয়ের ছেলে প্রিন্স ইয়ান শুন সম্রাটের কাছে বড় হতে থাকে। গল্পে ইউয়েন পরিবারের দুজন উত্তরসূরি। ইউয়েন ইউয়ে ও ইউয়েন হুয়ায়। ইউয়েন ইউয়ে অত্যন্ত ধীরস্থির, সৎ ও কোমল মানসিকতাসম্পন্ন হলেও ইউয়েন হুয়ায় বেশ নিষ্ঠুর আর চঞ্চল। সে যেভাবেই হোক ইউয়েন ইউয়েকে পথ থেকে সরিয়ে দিতে চায়। এভাবেই চলতে থাকে গল্প।